|
---|
মোঃ রিপন,বীরভূম
সারা দেশ জুড়ে যখন চলছে হাহাকার ঠিক তখনই ভোটের জন্য উঠে পড়ে লেগেছে বিজেপির কেন্দ্র সরকার |কাশ্মীরে 49 জন সিআরপিএফ জওয়ান শহীদদের বদলার জন্য যখন দেশজুড়ে উঠছে আওয়াজ ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা সেনাদের রক্ত নিয়ে রাজনীতি করতে ব্যস্ত | ভারতের বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছে কিন্তু সব প্রশ্নই বিজেপির কাছে কাল হয়ে দাঁড়িয়েছে ,কোন প্রশ্নের উত্তর দিতে পারেনি বিজেপি সরকার |রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন ভারত সরকার ঘোষণা করেছে 300 জঙ্গিকে মেরেছে পাকিস্তান এগিয়ে কিন্তু তাদের লাশ কোথায়?কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কাশ্মীরে হামলার আগে কেন্দ্র সরকারকে নোটিশ দিয়েছিল কিন্তু কেন্দ্র সরকার উড়ান পথ বাদ দিয়ে সেনাদের স্থল পথ দিয়ে নিয়ে গেল?কাশ্মীরের মত একটি জায়গায় কিভাবে একটি গাড়ি নিয়ে একজন জঙ্গি রাস্তার ধারে কনভয়ের অপেক্ষা করল? বিশ্ব মিডিয়ার বেশকিছু চ্যানেল বর্তমানে কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ দেখিয়ে বলেছেন 630 কোটি টাকা খরচা করে ভারত কেবল পাকিস্তানি গিয়ে একটি কাক মেরে এসেছে|তারা আরও জানিয়েছে ভারতের বিজেপি সরকার মিডিয়া গুলোকে ভুল নিউজ ছড়িয়ে দিতে সদাহস্ত| এদিকে বিজেপি সরকারের হাতের কাট পুটলি বিভিন্ন টিভি চ্যানেল গুলির বিরুদ্ধে রাস্তায় নেমেছে ভারতের মানুষ| অন্যদিকে বিজেপির দিল্লির সভাপতি সেনাদের পোশাক গায়ে ভোট চাইতে ব্যস্ত ,এদিকে কেন্দ্রীয় মন্ত্রী আলুওয়ালিয়া সরাসরি বিজেপির উপরে তোপ দেগে বলেছেন ভারত সরকার বিমান হানায় 300 জঙ্গি মারা যায়নি | কিন্তু প্রশ্ন উঠছে কেন ভারত সরকার মানুষকে মিথ্যা বলল ! কেন বারবার মানুষকে ধোঁকা দিচ্ছে বিজেপি সরকার ! মিথ্যা বলতে গিয়ে লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছে বিজেপি সরকারের ,এবার ভারতের মানুষ বিজেপির চালচরিত্র বুঝতে পেরে একত্রিত হয়ে ডাক দিয়েছে বিজেপি সরকার দেশের শত্রুতাই বিজেপি সরকারকে দেশ থেকে নির্মূল করে নতুন ভারত গড়ে তুলতে|