আনিস খান হত্যা মামলায় সিটের রিপোর্টে অসন্তোষ প্রকাশ মামলাকারীদের, হলফনামা পেশের নির্দেশ বিচারপতির

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আনিস খান হত্যা মামলায় সিটের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে আদালতের কাছে মামলাকারীদের তরফে একাধিক প্রশ্ন তুলে ধরলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

    তিনি বলেন “বলা হচ্ছে পড়ে গিয়ে আনিসের মৃত্যু হয়েছে। যেটা একেবারেই সত্য নয়। তদন্তের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে, ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কোনও তদন্তই হচ্ছে না। অনুসন্ধান চলছে। অপরাধীদের খোঁজার চেষ্টাও চলছে না। জিজ্ঞাসাবাদ হচ্ছে না। পলিগ্রাফির মাধ্যমে প্রমাণের চেষ্টা চলছে যে, এটা হত্যা নয় আত্মহত্যা। কিন্তু এটা পরিকল্পিত খুন।”

    এরপরই বিচারপতি মামলাকারীদের হলফনামা পেশের নির্দেশ দেন। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।