ইনস্টাগ্রামে একাধিক উস্কানিমূলক ভিডিও দিয়ে ফের বিতর্কে জড়ালো জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিকাণ্ডে অভিযুক্ত রামভক্ত গোপাল

দেবজিৎ মুখার্জি: হরিয়ানা মহাপঞ্চায়েতে মুসলিম বিরোধী ভাষণ দেওয়ার পর এবার ইনস্টাগ্রামে একাধিক উস্কানিমূলক ভিডিও পোস্ট করে বিতর্কে জড়ালো জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি কাণ্ডে অভিযুক্ত রামভক্ত গোপাল।

    একটি ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত গাড়ির জানলা থেকে বন্দুক উঁচিয়ে রাখা হয়েছে। আচমকা যা দেখে ভয়ে পালাচ্ছে শিশু, মহিলা-সহ স্থানীয়রা। অনেকেই ভয়ে জানলা বন্ধ করে দেন। ওই ভিডিও ক্লিপে হিন্দিতে লেখা ছিল ‘গো রক্ষা দল, মেওয়াত রোড’।

    আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, বন্দুক দেখিয়ে এক ব্যক্তিকে জোর করে চ্যাংদোলা করে গাড়ির পিছনের সিটে তুলছে বেশ কয়েক জন যুবক। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘গরু পাচারকারীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।’

    এই ভিডিও প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নেটিজেনরা। এর পরিপ্রেক্ষিতে টুইটারে গোপাল জানিয়েছে “এখন যে মুসলিমরা ভয় পাচ্ছে, তারা আমাকে হুমকি দিত। আমাকে, আমার বোনকে ও গোমাতাকে হত্যা করার হুমকি দেওয়া হত।” গোপাল আরও লেখে, “এটা মেওয়াত। মেওয়াত ভারতের মধ্যে। এখানে গরু পাচার মেনে নেওয়া হবে না। সব সময় মনে রাখবেন।”