|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবারো এগিয়ে এলো সারদা আশ্রম। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গোপীনাথপুর আশ্রমের উদ্যোগে স্থানীয় রামনগর ও অন্যান্য এলাকার আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা তিরিশজন মহিলার হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি মাস্কও তুলে দেওয়া হয়। এর আগে করোনা আবহে স্থানীয় এলাকার দরিদ্র মানুষের হাতে বেশ কয়েকটি পর্যায়ে খাদ্য দ্রব্য ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। এদিনের কর্মসূচিতে প্রব্রাজিকা বেদবতী, প্রব্রাজিকা সুরমা,প্রব্রাজিকা অজয়া সহ অন্যান্য আশ্রমিক সন্নাসিনীরা উপস্থিত ছিলেন।