|
---|
বিশেষ প্রতিনিধি, মেদিনীপুর: আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো মেদিনীপুর ধর্মা পান্থ পাদপ সোসাইটি। রবিবার সকালে পান্থপাদপ সোসাইটির উদ্যোগে মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একাদশ শ্রেণির ১১ছাত্র ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরচক সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত এক ঘরোয়া কর্মসূচিতে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। এ দিনের কর্মসূচিতে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন দেবব্রত দত্ত, সুদীপ কুমার খাড়া, দিব্যেন্দু সাহা অভিষেক জানা, সন্দীপ জানা , তরুণ শ্যামল , সন্দীপ পাল প্রমুখ। সংস্থার পক্ষে সভাপতি সুশান্ত কুমার ঘোষ জানান, আগামী কয়েকটি পর্যায়ে তারা আরো বেশ কিছু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেবেন। উল্লেখ্য, মাস দেড়েক আগে সংস্থার পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরকে পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে।