|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা : কুলতলি ব্লকের জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দুয়ারে সরকার পরিদর্শন সহ দুয়ারে ডাক্তার ক্যাম্প কুলতলী ব্লকের ডক্টর বি আর আম্বেদকর কলেজে পরিদর্শন করলেন জেলা শাসক সুমিত গুপ্তা, CMOH ডক্টর মুক্তি সাধন মাইতি, অতিরিক্ত জেলাশাসক শংকর সাতরা , SDO সুমন পোদ্দার, ACMOH ইন্দ্রনীল মিত্র,ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল, কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার BMOH অন্তিকা মন্ডল ,আইসি কুলতলি অর্ধেন্দু শেখর দে সরকার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুয়ারে ডাক্তার ৪ঠা এপ্রিল ও ৫ এপ্রিল দুই দিনের দুয়ারে ডাক্তার ক্যাম্প কুলতলী ডক্টর বি আর আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হল। যেখানে 2000 এর কাছাকাছি মানুষজন। শেষ দিনে দুয়ারে ডক্টর ক্যাম্পে কলকাতার একাধিক নামি দামি হাসপাতালের ডাক্তার বাবুদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দুয়ারে ডাক্তার ক্যাম্পে এলাকার রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।