|
---|
সেখ রিয়াজুদ্দিন , নতুন গতি, বীরভূম:- সিপিআইএম বীরভূম জেলা কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন ব্লক ও শহর এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল বের হয়। গতকাল প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে ইডির হানা এবং তার ঘনিষ্ঠের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করে। দীর্ঘ জেরার পর আটক করা হয় প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। সেই ঘটনাকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করতে মাঠে নেমে পড়ে সিপিআইএম । শনিবার জেলার মহম্মদ বাজার, বক্রেশ্বর, রামপুরহাট, বোলপুর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। এদিনের মূল শ্লোগান ছিল-” চোর ধরো, জেল ভরো”।
সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি বলেন আমাদের দাবি শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, সমস্ত চোর এবং এর সাথে জড়িত বড়ো বড়ো মাথাদের ও গ্রেফতার করতে হবে। ঘুষ দিয়ে নয় মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে এবং চাকরির দাবিতে কলকাতার রাজপথে যে সমস্ত বেকার যুবক যুবতিরা চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে তাদের কথা বিবেচনা করতে হবে। মহম্মদ বাজার এলাকায় মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা কমিটির সদস্য প্রভাস মাল, জেলা কমিটির মহিলা নেত্রী মাধবী বাগ্দী,মহম্মদ বাজার এরিয়া কমিটির সম্পাদক আব্দুল মজিদ। রামপুরহাট এলাকায় মিছিলে নেতৃত্ব দেন সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক। বক্রেশ্বর বিক্ষোভ মিছিলে ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি প্রমুখ।