স্বামীর মৃত্যুর পর শশুরবাড়ির চাপ, মৃত স্বামীর বীর্য চাইছেন শাশুড়ি

নতুন গতি নিউজ ডেস্ক: মহিলাদের উপর পারিবারিক হিংসা এবং মানসিক হয়রানির ঘটনা নতুন নয়। শ্বশুরবাড়িতে প্রায়শই যৌতুক বা কন্যাসন্তানের জন্য গুরুতর অত্যাচার করা হয় পূত্রবধূদের উপর। সেরকমই এক মানসিক নির্যাতনের ঘটনা শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে আর পাঁচটা ঘটনার থেকে এটা অনেকটাই আলাদা। নিজের পরিস্থিতির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ব্রিটেনের ওই মহিলা।

    ‘মৃত স্বামীর বীর্য চাইছেন শাশুড়ি

    মহিলার কথায়, তাঁর স্বামীর মৃত্যুর আগে বীর্য ফ্রিজ করা হয়েছিল। এক্ষেত্রে জানিয়ে রাখি, পরবর্তীকালে সন্তানধারণে সমস্যার আশঙ্কায় বা স্বেচ্ছায় নির্বীজকরণের পরিকল্পনা থাকলে অনেকে বীর্য বিশেষ উপায়ে ফ্রিজ করে প্রিজার্ভ করান। পশ্চিমী দেশে বিশেষ ক্লিনিকে এমনটা করা হয়।

    এ ক্ষেত্রে মহিলার স্বামীর ক্যান্সার ছিল। কেমোথেরাপির ফলে বন্ধ্যাত্বের আশঙ্কায় আগে থেকে শুক্রাণু সংরক্ষণ করেন তিনি। দুর্ভাগ্যবশত তাঁর মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর পর থেকে মহিলার শ্বশুরবাড়ির সদস্যরা চাপ দিচ্ছেন বলে অভিযোগ মহিলার। তাঁর দাবি, মৃত স্বামীর সেই সংরক্ষিত বীর্যের মাধ্যমে মহিলা সন্তান ধারণ করুক, এমনটাই চাইছেন তাঁরা।

    শ্বশুরবাড়ির ক্রমাগত চাপের মুখে তাঁর জীবন অসহ্য হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই মহিলা। এভাবে তাঁর পক্ষে সন্তানধারণ সম্ভব নয়, জানিয়ে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও ক্রমেই চাপ দিচ্ছেন তাঁর শাশুড়ি, জানিয়েছেন তিনি। ‘বংশ-প্রদীপ’ অক্ষুণ্ণ রাখার জন্যই এমনটা করছেন বলে জানিয়েছে মহিলার শাশুড়ি। যদিও পুরো বিষয়টাই যে বেশ অদ্ভুতরকমের দাবি, তা বলাই বাহুল্য।