ডোমকলে তিন তৃণমূল কংগ্রেস কর্মী খুন আশঙ্কাজনক আরও দুই

 

    মঞ্জুর, মোল্লা, নতুন গতি, মুর্শিদাবাদ: ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন মিটে গেলেও সেই ডোমকলে আবারও হিংসা চরমে উঠল। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মৃত্যু হল ৩জনের। জানা গিয়েছে নিহত তিন জনই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। নিহত পরিবারের অভিযোগের তির কংগ্রেসের দিকে। নিহত তৃণমূলকর্মী নাম সোহেল রানা (১৯) খাইরুদ্দিন শেখ (৫৫) ও রহিদুল শেখ (২৭)। অভিযোগ, শনিবার ভোরে ডোমকলের গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামোড় গ্রামে দুপক্ষের তুমুল বোমাগুলির লড়াই শুরু হয়। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের মাস্কেটবাহিনীই এই খুন করেছে। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। নিহত তৃণমূল কর্মীরা একই পরিবারের। আজ সকাল নটা পর্যন্ত ডোমকলের ওই গ্রামে বোমাবাজি চলেছে। ঘটনার খবর পেয়ে পাঠানো হয়েছে বিশাল পুলিশবাহিনী। এলাকার পরিস্থিতি এখনও থমথমে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের ভর্তি করা হয়েছে ডোমকল মহকুমা হাসপাতালে।মুর্শিদাবাদের শাসকদলের তিন কর্মীর মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথা যেন একটা বড়সড় পুলিশ-প্রশাসনের কাজকর্মে ফাঁক থেকে যাচ্ছে। শাসক দলের নেতা-কর্মীদের যদি মরতে হয়, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠবে সেটাই স্বাভাবিক।সব মিলিয়ে রাজনীতি এখন জমে কঙ্কাল হয়ে উঠছে।