শপথ নিয়ে পরিসেবা বন্ধ করা যায় না বলল কলকাতা হাইকোর্ট

জাকির হোসেন সেখ, ১৫জুন, নতুন গতি, কলকাতা: নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্মঘট প্রসঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা জনস্বার্থ মামলায় গতকাল শুক্রবার উপরোক্ত কথাগুলো বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও বলেন যে,

    নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু চিকিৎসকদের মতো মহান, বিশিষ্ট ও সচেতন লোকজন সেই ঘটনার মোকাবিলা এমন ভাবে করতে পারেন না।
    একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, চিকিৎসকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে। প্রধান বিচারপতি রাধাকৃষ্ণন ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, অসুস্থ মানুষের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে চিকিৎসকদের উচিত বিরোধ মিটিয়ে নেওয়া। চিকিৎসকদের মনে রাখতে হবে, তাঁরা ডাক্তারি পাশ করার সময় শপথ নিয়েছেন। তার পরে এমন কাজ করা যায় না। ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণের পরে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর জেরে যাবতীয় ঘটনায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার একটি সামগ্রিক রিপোর্ট আগামী ২১ জুন মামলার পরবর্তী শুনানির দিনে আদালতে পেশ করতে হবে। উল্লেখ্য যে, উক্ত
    জনস্বার্থ মামলার আবেদনকারী কুণাল সাহাও একজন চিকিৎসক।