|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি গ্রামের মহলদার পাড়ায় জেনারুল শেখ বয়স (৩৩) যুবক খুন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তারা তিন বন্ধু মিলে কোন একটা জায়গায় মদ খাচ্ছিল বা আড্ডা দিচ্ছিল তারপরে নেশাগ্রস্থ অবস্থায় বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে জেনারুল কে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জেনারুল শেকের। তবে এই ঘটনার পর থেকেই বন্ধুরা পলাতক। ঘটনা স্থানে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।