মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসের প্রার্থী দুলাল সেখ, বিজেপি ও তৃণমূলকে বহিরাগত কটাক্ষ করে জোরকদমে প্রচার শুরু করলেন দুলাল সেখ

মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসের প্রার্থী দুলাল সেখ, বিজেপি ও তৃণমূলকে বহিরাগত কটাক্ষ করে জোরকদমে প্রচার শুরু করলেন দুলাল সেখ

    নতুন গতি, মালদা : ভোট যুদ্ধে জমজমাট লড়াই হতে চলেছে মোথাবাড়ি বিধানসভায়। শনিবার কংগ্রেসের প্রার্থী ঘোষিত হয়েছে দুলাল সেখ। সংস্লিষ্ট বিধানসভায় তিনটি প্রধান রাজনৈতিক দলের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বিজেপির শ্যামচাদ ঘোষ , তৃণমূল সাবিনা এই তিনজনের লড়াইয়ে ভোট যুদ্ধে সরগমে হতে চলেছে মোথাবাড়ি। দুলাল সেখ মোথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুরের গঙ্গার ভাঙনকবলিত সুলতানটোলা গ্রামে দুলাল শেখের বাড়ি। পঞ্চানন্দপুরবাসীর কাছে দুলাল প্রধান হিসেবে সুপরিচিত । ছোট থেকেই গনি খান চৌধুরী সান্নিধ্যে রাজনৈতিক জীবন শুরু। পঞ্চানন্দপুরে ১৫ বছর প্রধানের কাজ চালিয়েছেন দুলালবাবু। কংগ্রেসের রাজনৈতিক আন্দোলনের সুপরিচিত মুখ দুলাল শেখ।

    কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর -১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন তিনি।  পর পর সংস্লিষ্ট ব্লকের কংগ্রেসের সভাপতি বর্তমানে কালিয়াচক-২ ব্লক কংগ্রেসের সভাপতি। এদিন প্রার্থী ঘোষনা হতেই সুলতানটোলা গ্রামে নেমে আসে উৎসব। ঘরের ছেলে যে বিধানসভার প্রার্থী অবাক করেছে অনেককেই। কংগ্রেস ও সিপিএম উভয়পক্ষই ভোট প্রচারের কাজে নেমে পড়েছে। এদিন প্রার্থী ঘোষণার পর প্রচারের প্রথম দিনে সাংসদ ডালু বাবুর সঙ্গে কোতোয়ালি ভবনে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। দলীয় কার্যালয়ে কংগ্রেস এবং সিপিএম কর্মীদের সাথে বৈঠক করেন ও ভোটের বিভিন্ন বার্তা তৈরি করে ফেলেন। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই কার্যত কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট দুলাল শেখকে পার্থী করে প্রচার শুরু করে দেয় কংগ্রেস কর্মীরা
    রবিবার দুলাল বাবু কর্মীদের জানান ” গত বিধানসভা নির্বাচনে আমরা সাবিনা ইয়াসমিনকে বিধায়ক করেছিলাম। কিন্তু সাবিনা যেভাবে আমাদের দলকে পিছন থেকে ছুরি মেরেছে । এই অন্যায়ের প্রতিশোধ নেওয়া এবারের নির্বাচনে কংগ্রেস কর্মীদের হবে প্রধান লক্ষ্য। দুলাল শেখ জানান, সাবিনা ইয়াসমিনের প্রধান প্রতিশ্রুতি ছিল মোথাবাড়িতে কলেজ নির্মাণ। তৃণমূলের যাওয়ার পর সাবিনার উন্নয়ন আমরা দেখতে পাইনি ও বিধায়ক ফান্ডের কোন উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন । এবারের ভোটে সাধারন মানুষ জবাব দেবে । গোটা রাজ্যে যে দল ধর্ম নিয়ে খেলা করছে সেই তথ্য মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। কংগ্রেস এই বিভাজনের বিরুদ্ধে রয়েছে।