|
---|
শুভদীপ পতি; হলদিয়াঃ
আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার বালুঘাটা থেকে তেরপেখ্যা যাওয়ার পথে সকাল ৯টা নাগাদ একটি মরাম ভর্তি ডাম্পার উল্টে যায়। এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে এলাকাবাসী এবং ভবানীপুর থানার পুলিশ এসে একযোগে ওই ডাম্পার ওঠানোর ব্যবস্থা করে। পরিস্থিতি এখন নাগালের মধ্যে এবং ওই রাস্থায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।