|
---|
লুতুব আলি, বর্ধমান, ১ জুলাই : দুর্গাপুরের ভূমিকন্যা অন্তরা সিংহ রায়ের বই প্রকাশ হলো কলকাতার নন্দনে। দুর্গাপুরের ভূমিকন্যা অন্তরা সিংহ রায়ের তৃতীয় বই তবুও কি প্রেম বুঝেছো প্রকাশ হল কলকাতার নন্দন চত্বরে এর জীবনানন্দ সভাগৃহে। মহুলবন সংস্কৃতি উৎসব মঞ্চের এই অনুষ্ঠানে একাধিক বইয়ের প্রকাশ হয়। সারা বাংলাকে সাহিত্য ও সংস্কৃতির প্রাঙ্গণে একত্রিত করেছিলেন মহুলবনের সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত। পুরুলিয়ার এই সংস্থা মহুলবন নরেন্দ্রনাথ সেনগুপ্তর নেতৃত্বে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সমাজ সেবামূলক বহু কর্মসূচি রুপায়ন করে থাকেন। সারা বাংলার শতাধিক কবি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অন্তরা সিংহ রায় একজন দক্ষ সংগঠক, শিক্ষিকা, অংকন ও সংগীতশিল্পী। তাঁর তৃতীয় বই তবুও কি প্রেম বুঝেছো এই কাব্যগ্রন্থে ৪২ টি কবিতা স্থান পেয়েছে। প্রেমকে নিবিড় ভাবে সংযোগ স্থাপন করার বার্তা দিয়েছেন কবি। অপ্রেমের জন্যই বর্তমান সমাজ বা প্রজন্ম লন্ডভন্ড হয়ে যাচ্ছে। বইটি পাঠ করলে প্রেমের রসায়ন সম্পর্কে অনুধাবন করা যাবে। মহুলবন সাহিত্য গোষ্ঠীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যে সমস্ত কবিরা তাঁরা হলেন কেশব রঞ্জন, সুনীল কুমার মোদক, পিনাকী রায়, ড: বব্রতীন দেওঘরিয়া, দেব নির্মল, dr.dwuti dutta Gupta, সম্পাদক মধুসূদন দরিপা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কবি নরেন্দ্রনাথ সেনগুপ্ত।