কেন্দ্র সরকারকে বরাদ্দ চার সপ্তাহ সময় ,আপাতত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনও স্থগিতাদেশ নয়: সুপ্রীম কোর্ট

মিজানুল কবির , নতুন গতি: সংশোধিত নাগরিকত্ব আইনের শুনানী ছিল আজ । কোর্ট রুমে ছিল কোণঠাসা ভিড় । প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে  ৩ বিচারপতির বেঞ্চে আজ ওইসব মামলা ওঠে।
অন্যতম আবেদনকারী কপিল সিব্বল মামলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন রাজ্যে আপাতত সিএএ ও এনপিআর কার্যকর করার ওপরে স্থগিতাদেশ এর আবেদন জানান।
ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট  জানিয়ে দিল এখনও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনও স্থগিতাদেশ নয়।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া ১৪৪টি মামলার শুনানিতে কিছুটা ধাক্কাই খেল বিরোধীরা বলে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
অধিকাংশ মামলাতেই দাবি ছিল প্রত্যাহার করতে হবে এন পি আর ,সি এ এ সেই আবেদন আপাতত গ্রাহ্য করল না সুপ্রিম কোর্ট।  বরং ওইসব পিটিশনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে নোটিস করল শীর্ষ আদালত। পাশাপাশি মামলাগুলিকে সাংবিধানিক বেঞ্চে পাঠানোর ইঙ্গিত দিল শীর্ষ আদালত।
বর্ষীয়ান আইনজীবী মনুসিংভি উল্লেখ করেন,কোন নিয়ম ফ্রেম হওয়ার আগেই উঃপ্রদেশে শুরু হয়েছে এন পি আর যা রীতিমতো অসাংবিধানিক ।
এদিকে, সিএএ নিয়ে  ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে তার বক্তব্য পেশ করতে নির্দেশ দিল আদালত।  পাশাপাশি দেশের কোনও হাইকোর্ট সিএএ মামলা নিতে পারবে না বলে সাফ জানানো হল বলে সূত্রের খবর।
চারিদিকে বিক্ষোভ মিছিল, দেশজুড়ে অবস্থান বিক্ষোভ । কোন কোন রাজ্যে হিংসার আকার নিয়েছে পরিস্থিতি । এই খারাপ এবং উদ্বেগজনক পরিস্থিতিতে নতুন করে চার সপ্তাহ সময় ? সুপ্রীম কোর্টের নিরপেক্ষতা নিয়ে সমালোচনা বিভিন্ন মহলে।