|
---|
নুর আহমেদ, মেমারি : পূর্ব বর্ধমান সদর ইকো রিক্সা পুলার ইউনিয়ন এর মেমারি শাখা(শহর ও গ্রামীন) উদ্বোধন হলো। পাশাপাশি টোটো চালক ও যাত্রীদের নিরাপত্তা, করনা আবহে সকলের সচেতনতা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও পুজোর সময় টোটো রিক্সা কে যাতে ই-রিক্সায় পরিণত করা যায় সরকার নির্ধারিত নিয়ম মেনে, সে বিষয়ে আই.এন.টি.টি.ইউ.সি এর অধীনস্থ টোটো চালকদেরকে অবহিত করা হয়। এদিন উপস্থিত ছিলেন আই.এন.টি.টি.ইউ.সির পূর্ব বর্ধমান জেলা সভাপতি ইফতিকার আহমেদ। পূর্ব বর্ধমান সদর ইকো রিক্সা পুলার ইউনিয়ন এর সভাপতি অভিজিৎ নন্দী। প্রসাশক স্বপন বিষয়ী, সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, যুব সভাপতি জিতেন্দ্র সিং সহ অন্যান্য নেতৃত্ব। মেমারি টাউন inttuc সম্পাদক সুকান্ত হাজার ।