|
---|
জেলার আইএনটিটিইউসি ট্রেড ইউনিয়নের আলোচনা সভা টোটো চালক দের সাথে অনুষ্ঠিত হলো মেমারি নতুন বাস স্টান্ডে।
পাপাই ঘোষ ও অতনু ঘোষ,পূর্ব বর্ধমান : সারদা থেকে শুরু করে একের পর এক ঘটনায় তৃণমূলের বিড়ম্বনা বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলের মধ্যে এঅস্থিরতা। দলের সব ক’টি শ্রমিক সংগঠনকে এক ছাতার তলায় আনার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তারই মধ্যে এ দিন পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের মেমারি নতুন বাস স্ট্যান্ডে স্থানীয় টোটো চালকদের এক ছাতার তলায় আনার জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো আইএনটিটিইউসি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে।
বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে অসংখ্য বেকার যুবক তাদের রুটিরুজি সংস্থানের জন্য টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছে। কিন্তু তারা কোনো সরকারি সংগঠনের আওতায় আসেনি। সেই জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টোটো চালক দের। মেমারি শহর ও ব্লকের টোটো চালকরা এখনো আইএনটিটিইউসি ট্রেড ইউনিয়নের সংগঠনের মধ্যে আসেনি,তাই তাদের সংগঠনের আওতায় আনার জন্যই আজকের এই সভার আয়োজন।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি ট্রেড ইউনিয়নের সভাপতি ইফতিকার আহমেদ, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, সহ পৌর প্রশাসক সুপ্রিয় সামন্ত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি ও ১নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং ও আরও স্থানীয় নেতৃত্ব বৃন্দ।
এদিন এই আলোচনা সভায় আনুমানিক ৭০০ জন টোটো চালক টোটো সহ উপস্থিত ছিলেন।