|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ভারতের পঁচাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনব কর্মসূচি সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় কর্তৃপক্ষের । এদিন মহাবিদ্যালয়ে ৭৫ জন পড়ুয়ার হাতে নানাবিধ পঠন- পাঠন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি পঞ্চম শ্রেণিতে পাঠরত ওই ৭৫ জনের মধ্যে ১০ জনকে বেছে নিয়ে আগামী ছ বছরের জন্য তাদের সব রকম সহযোগিতা দিয়ে , এমনকি নাচ -গান -আবৃত্তি -অঙ্কন -নাট্যাভিনয় শিক্ষা দিয়ে সংস্কৃতিমনস্ক সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে । মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ শেখ কামাল উদ্দিন জানান, এদিন মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের সহযোগিতায় কয়েকটি সংগঠনকে সঙ্গে নিয়ে বর্তমানে পঞ্চম শ্রেণীতে পাঠরত দশ জন ছাত্রছাত্রীকে আগামী ছ’বছরের জন্য তাদের পোশাক, পঠন-পাঠন সামগ্রী, পুষ্টিকর খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে নাটক, কবিতা, গান, আবৃত্তি শেখানোর লক্ষ্যে ‛এগিয়ে চলো সঙ্গে আছি’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে । মোট পঁচাত্তর জন পরীক্ষার্থীর মধ্যে থেকে এই দশ জনকে বেছে নেওয়া হয়েছে। যে সমস্ত সংগঠন এই উদ্যোগে সামিল হয়েছে সেগুলো হলো, রায়মণি স্মৃতি ফাউন্ডেশন- কালীনগর, আমডাঙ্গা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ-আমডাঙ্গা, হোপ উইথ হ্যাংরি পিপল -বেলঘরিয়া, শেষের কবিতা-হিঙ্গলগঞ্জ, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইনফর্মেশন ট্রিটমেন্ট সার্ভিস-বসিরহাট, নিবেদিতা শিশু তীর্থ-গোবরডাঙা, প্রিজম- কলকাতা ও ন্যাজাট ভাবনা- ন্যাজাট। এই অনুষ্ঠানের আগে সকালে ভারতের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ । এছাড়াও এদিন মহাবিদ্যালয়ের ভূগোল ও সমাজতত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে ও প্রিজম-কলকাতার সহযোগিতায় হিঙ্গলগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় লবণাক্ত জলাজমিতে উন্নত মানের কৃষিকাজ ও এখানকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে এক দিবসীয় রাজ্য স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের কৃষ্ণনগর মহাকুমার যুগ্ম নির্দেশক অরুণ কুমার দাস। কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার কৃষকেরা এই আলোচনা সভায় যোগ দেন। তিনি উন্নত চাষ পদ্ধতির সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও কৃষক-বিষয়ক বিভিন্ন প্রকল্প সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অভিনব উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে এলাকায় । কলেজের অধ্যক্ষ ডঃ শেখ কামাল উদ্দিন এর মস্তিষ্কপ্রসূত ‘এগিয়ে চলো সঙ্গে আছি’ কর্মসূচির প্রশংসায় শিক্ষামহল ।