ভোট শেষ, বাড়ছে নিত‍্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

নতুন গতি নিউজ ডেস্ক: লিটার প্রতি ₹২ টাকা করে দুধের দাম বাড়াচ্ছে আমুল ডেয়ারি। আগামী মঙ্গলবার থেকেই লাগু হতে চলেছে এই নতুন মূল্য। সোমবার সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়। এর আগে দুই বছর আগে, অর্থাৎ ২০১৭ সালে শেষ বারের মতো দুধের দাম বাড়িয়েছিল আমুল ডেয়ারি। সে বারও সেই ₹২ টাকা করেই লিটার প্রতি দাম বেড়েছিল

    Gujarat Cooperative Milk Marketing Federation (GCMMF) নামক সংস্থাটি আমুল ব্র্যান্ডের দুধ এবং দুগ্ধজাত নানান দ্রব্য বাজারে বিক্রি করে, তারাই এই নয়া দাম বৃদ্ধি সম্পর্কে জানিয়েছেন। ২১ মে অর্থাৎ মঙ্গলবার থেকেই দিল্লি, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরাঞ্চল, মহারাষ্ট্র এবং আরও বেশ কিছু জায়গায় লাগু হতে চলেছে নতুন এই মূল্য।

    দাম বৃদ্ধির পর ৫০০ মিলিলিটারের Amul Goldমিলবে ₹২৭ টাকায়, Amul Taaza এর দাম হচ্ছে ₹২১ টাকা, ₹২৫ টাকায় Amul Shaktiএবং ₹Amul Diamond মিলবে ২৮ টাকায়।