|
---|
মালদা , ২৪ জুন । ইংলিশ বাজার ব্লকের মহদিপুর এলাকার শ্মশানে বৈদ্যুতিক চুল্লীর শিলান্যাস করলেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। সোমবার সকালে এই শিলান্যাস কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ প্রতিভা সিনহা, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা ঘোষ সহ সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত ও প্রশাসনের কর্তারা।
এদিন শিলান্যাস কর্মসূচির পর শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিনহা বলেন, রাজ্য সরকার মহদিপুর এলাকায় বৈদ্যুতিক চুল্লি তৈরীর জন্য প্রাথমিকভাবে ১৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। শিলান্যাসের পর ৭ দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে । হিন্দু ধর্মের মানুষেরা শবদাহ করতে তাদের সাদুল্যাপুরে যেতে হতো। এবার এখানকার মানুষদের অত দূরে যেতে হবে না। একই রকম ভাবে বিনোদপুরসহ আরো কয়েকটি এলাকায় শ্মশানের চুল্লি বসানোর প্রস্তাব সরকারের কাছে গিয়েছে ।আশা করছি সেগুলোও খুব দ্রুত অর্থ বরাদ্দ হবে।