সম্প্রীতির রথ নিয়ে মাতোয়ারা মায়াপুর ইসকন

নতুন গতি নিউজ ডেস্কঃ  সম্প্রীতির রথ নিয়ে মাতোয়ারা মায়াপুর ইসকন। পুরীর আদলে তৈরি হচ্ছে অস্থায়ী গুন্ডিচা। সেখানেই পাঁচ কিলোমিটার প্রশস্ত পথ রাজাপুর জগন্নাথ ধাম থেকে ইসকন চন্দ্রোদয় মন্দির এর অস্থায়ী গুন্ডিচায় রাজ রথে করে মাসির বাড়িতে আসবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানী। শুধু ইসকন মায়াপুর নয় সমগ্র বিশ্বের মোট 500 মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। ইসকনের রথ, রাজাপুর সংখ্যালঘু এলাকায় হলেও বৈচিত্রের মিলনে জাতি ধর্ম বর্ণ মিলে মিশে একাকার হয়ে যায় সকলে। প্রতিবারই মায়াপুর ইসকনের রথ এর বিশেষত্ব থাকে, যেমন রথ পরিক্রমায় বিশেষ আকর্ষণ প্রত্যেকটি রথের সামনের দিকে থাকে ভক্তদের মনোরঞ্জন করার খুব সুন্দর করে সাজানো ট্যাবলো, তা ছাড়াও ভক্তদের নিত্য করার জন্য ডিজে কৃতন,ক্লাব ব্যান্ড অতি আকর্ষণীয় বিদেশি জীব জন্তু ও হাতিকেও পরিকক্রমাই হাটতে দেখাযায়,আর বহিরাগত ভক্তদের জন্য থাকে বিশেষ সুবিধাও,স্কনের  মেলাই বিনামূল্যে প্রসাদ সহ প্রতিদিন নাম সংকীর্তন ও বিভিন্ন রকম অনুষ্ঠানের ব্যবস্থা করাও হয়েছে। বিশেষ করে নদিয়ার মায়াপুরের রথে বেশ কয়েক বছর ধরে অসংখ ভক্তদের ভিড় নজরে আসে। যেভাবে ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে তাতে মায়াপুর স্কনের কর্তিপক্ষের দায়িত্বও বাড়ছে,কারণ স্কনের ভেতরে ভক্তদের কোনোরকম সমস্যা না হয় সে দিকেই নজর দাড়ি রাখতে বাড়াচ্ছে তাদের সিকিউরিটি।