|
---|
নতুন গতি ডেস্ক : প্রয়াত হলেন সোমবার রাত ৯ টা নাগাদ বৈষ্ণবনগর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সামসুদ্দিন আহমেদ । বয়স হয়েছিল ৮৩ বছর। সামসুদ্দিন সাহেবের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের জাগিরটৌলা গ্রামে। কয়েকমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার প্রয়ানে শিক্ষকমহল ও পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ স্থানীয় কবরস্থানে জানাজার নমাজ ও কবর দেওয়া হয় । তৎকালীন বিধায়ক সামসুদ্দিন আহমেদ যখন শিক্ষক ছিলেন তখন এই আরেক সামসুদ্দিন মাস্টার মশাই বেশকিছু দিন ধরে বৈষ্ণবনগর হাইস্কুলের টিচার ইনচার্জ এর দায়িত্বভার সামাল দেন। মৃত্যুকালে রেখে গেলেন অগনিত শুভানুধ্যায়ী পরিবার পরিজন।