|
---|
আর এ মণ্ডল, কোতুলপুর : বাঁকুড়া জেলা জমিয়াতে উলামায়ে হিন্দ্ এর কোতুলপুর ব্লকের শাখা সংগঠনের একটি অফিস ২৩ ফেব্রুয়ারী বিকাল ৩টায় উদ্বোধন হলো সিহড়ে।সেখ আব্দুর রকিবের কোরআন মজিদ পাঠের মাধ্যমে সভা শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়াতে উলামায়ে হিন্দ্ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকারিয়া কাসেমী কাজী,বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন বি ডি ও আব্দুস সত্তার।অন্যান্যদের মধ্যে উপস্থিত মুহাম্মদ মুরশিদ,ডাক্তার কাজী মাসুদ আলম প্রমুখ। কোতুলপুর ব্লকের বিভিন্ন গ্রামের ইমামগণ,জমিয়াতের কর্মী ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জাতীয় পতাকা ও জমিয়াতের সাংগঠনিক পতাকা উত্তোলন করেন মুহাম্মাদ জাকারিয়া কাসেমী কাজী,সহযোগিতা করেন ডাঃ মাসুদ আলম।জমিয়াতের অতীত ইতিহাস সহ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিল শাখা কমিটি,এবং সঞ্চালক ছিলেন মুফতি আশরফ আলী। জেলা জমিয়াতে উলামায়ে হিন্দ্ এর শাখা সংগঠনের এটাই প্রথম অফিস হিসেবে উদ্বোধন করা হলো,জানালেন জেলা জমিয়াতে উলামায়ে হিন্দ্ এর সেক্রেটারি মুহাম্মাদ জাকারিয়া কাসেমী।