ফেসবুকে জানতে পেরে মেদিনীপুরে রক্ত দিলেন ইঞ্জিনিয়ার তুহিন কুমার ঘোষ

সেখ মহম্মদ ইমরান, নতুন গতি, মেদিনীপুর:-রক্তের সংকট মিটলো ফেসবুকের পোস্টের মাধ্যমে। মেদিনীপুরের রাঙামাটির বাসিন্দা অনিমেষ নন্দীর জরুরি অপারেশনের প্রয়োজনে এ পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল। সেই খবর পেয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া নিজের ফেসবুক প্রোফাইলে রক্তের প্রয়োজনের কথা জানিয়ে ফেসবুক পোস্ট করেন। সেই পোস্ট দেখে মেদিনীপুরের শহরের বাসিন্দা কেশপুর ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত তুহিন কুমার ঘোষ এগিয়ে আসেন।

    সোমবার দুপুরে তুহিন বাবু ফোন করে সুদীপ খাঁড়াকে জানান, তিনি বাইরে রয়েছেন সন্ধ্যায় মেদিনীপুরে ফিরে তিনি রক্ত দান করবেন। সেই মতো সোমবার সন্ধ্যায় তুহিন বাবু মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছে রক্তদান করেন। অসুস্থ ব্যক্তির প্রয়োজনের কথা ভেবে এইভাবে এগিয়ে এসে রক্তদান করার জন্য রক্তদাতাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন অসুস্থ ব্যক্তির পরিবারও।