|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি : কুলতলির দেউলবাড়ী অঞ্চলের মমতা পল্লী, মৌরজান পাড়া, নলগোঁড়া অঞ্চলের কুমড়োপাড়া চার নম্বর নলগোড়া বৈদ্য পাড়া, কুন্দ খালি অঞ্চলের ময়রার চক, দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের শ্যামনগর মাঝেরপাড়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেও এখনো ল্যাম্পের আলোতে এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হয়, চারিদিকে ইলেকট্রিক আলো জ্বললেও তাদের ভাগ্যে জোটেনি বিদ্যুতের আলো এলাকাবাসী বারে বারে বিদ্যুৎ দপ্তরকে জানিয়ে কোন সুফল না হওয়ায় এলাকাবাসী খোপে ফুসছেন। বিদ্যুৎ দপ্তরে বারে বারে জানালে এখনোও সুরাহা মেলেনি। আর শীত পড়লেই বাড়ে বাঘের আনাগোনা, আতঙ্কে থাকে এলাকাবাসী তারপরেও বিদ্যুৎ সংযোগ না থাকায় এলাকাগুলি বাঘের আনাগোনা লক্ষ্য করা যায়। বাঘের প্রকোপও আছে তার ওপরেও সাধারণ মানুষরা এই মুহূর্তে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত।