মাধ্যমিক পরীক্ষার দিনে ২০ বছর পর এনএসএস এর স্পেশাল ক্যাম্প উদ্বোধন

বাবলু হাসান লস্কর: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে এনএসএস এর ক্যাম্পে ট্রেনিং প্রাপ্ত হয়ে গ্রাম বাংলার বহু ছেলেমেয়েরা জাতীয় সমাজ সেবামূলক প্রকল্পে অংশগ্রহণ করে থাকে। আজ জীবনের বড় পরীক্ষা মাধ্যমিকের প্রথম দিন, এমনই শুভ দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরে বাজার বিধানসভার আঁচনা হাই স্কুলে এনএসএস স্পেশাল ক্যাম্পের শুভ উদ্বোধন হলো, কুড়ি বছর ইতিহাসে স্কুলে আজ শুভ দিন উদ্বোধন করলেন এনএসএস প্রোগ্রাম অফিসার সুদীপ কুমার হালদার এবং প্রধান শিক্ষক প্রণব রায়, এনএসএসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ক্যাম্পের শুভ সূচনা ঘটে।

    মূলত দক্ষিণ ২৪ পরগনা জেলায় চারটি এনএসএস স্কুলের ট্রেনিং এর দায়িত্ব পেয়েছে,তার মধ্যেই আছে আঁচনা হাই স্কুল (উ: ম্যা:)।
    মূলত এটি পেশাল ক্যাম্প সাত দিনের জন্য অনুষ্ঠিত হবে। এই সাত দিনের প্রস্তুতি ক্যাম্পে আয়োজক আঁচনা হাই স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে।প্রথমে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ফিটনেস টেস্ট দিয়ে ক্যাম্পের সূচনা হয়। এই ক্যাম্পে থাকছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং, প্রাথমিক চিকিৎসা ট্রেনিং, করোনার সচেতনতামূলক বার্তা, যোগা ট্রেনিং, সেভ লাইফ সেভ ড্রাইভ, স্বচ্ছ ভারত অভিযান, নারী শক্তি, ক্রিমিনাল ল অ্যাওয়ারনেস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ছাড়াও বৃক্ষরোপণ সহ ২৬ টি পরিষেবার ট্রেনিং।

    আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রণব রায়, প্রোগ্রাম অফিসার সুদীপ কুমার হালদার, তপন কুমার সরকার, প্রভাত রায়, ডাটা অপারেটর সুমনা ভদ্র, বাবুয়া বৈদ্য মৌমিতা দাস হালদার তাপসী হালদার, গৌতম পাল, সুকুমার নস্কর, কৃষ্ণা দাস সাগরিকা দত্ত সুপ্রিয়া ঘোষ ও আরো অনেকে।