|
---|
নিজস্ব প্রতিনিধি; আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচনের জেরে পিছিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৯টি কলেজের পরীক্ষা। পিছিয়ে যাওয়ার বিষয়টি রবিবার জানিয়ে দেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিমায়াক ডঃ দেবাশীষ দত্ত। আগামী ১১ই এপ্রিল কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট হবে। দুই জেলা মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ১৪টি কলেজ। ভোটের কাজকর্মের জেরেই কয়েকটি কলেজ নির্বাচন কমিশন নিয়ে নিবে।
চলতি মাসের ২৫ তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু জুন মাসের আগে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ডঃ দেবাশীষ দত্ত। তিনি বলেন, পরবর্তী পরীক্ষার সময় সূচি কী হবে তা আলোচনার মাধ্যমে যথা সময়ে ঘোষণা হবে।