নবান্নে মুখ্যমন্ত্রী-ত্বহা সিদ্দিকির বৈঠক, আগামী বিধানসভা নির্বাচনে ৭০ থেকে ৮০ টি মুসলিম প্রার্থী দেওয়ার দাবি

নতুন গতি নিউজ ডেস্ক: ডিসেম্বরের প্রথম দিনে নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন। ঘনিয়ে এসেছে বিধানসভা ভোট। তার আগে মমতা-ত্বহা বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা।

    এদিন আগামী বিধানসভা নির্বাচনে ৭০ থেকে
    ৮০ টি মুসলিম প্রার্থী দেওয়ার আবেদন জানান
    ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। পাশাপাশি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কাজ যেন দ্রুত শুরু করা হয়।হাসপাতাল তৈরি হলেও তা চালু হয়নি বলে দাবি সিদ্দিকির। পানীয় জল পৌঁছনোর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি দাবিপত্রে রয়েছে, হাইড্রেনেজের ব্যবস্থা, শাইনএজ গেট নির্মাণ ইত্যাদি।