হাটগোবিন্দপুরে তপেশ্বরী আশ্রমে ঝুলন উপলক্ষ্যে সাহিত্য সভা

সুফি রফিক উল ইসলাম: মেমারি : ২৮ আগষ্ট,পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুরের তপেশ্বরী আশ্রমে ঝুলনোৎসব উপলক্ষ্যে আয়োজিত সাহিত্য সভায় কবি সুকমার ভট্টাচার্য্য মহাশয়ের আমন্ত্রণে বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক শ্যামা প্রসাদ চৌধুরীর দুরন্ত সঞ্চালনায় প্রায় পঁচাত্তর জন সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব কবিতা পাঠ, আবৃত্তি,সঙ্গীত পরিবেশন করেন। মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী তেজসানন্দ গিরি মহারাজ প্রত্যেক কবি ও সঙ্গীত শিল্পী কে সন্মাননা জ্ঞাপন করেন উত্তরীয়, গোলাপ, লজেন্স এবং আশ্রমের পত্রিকা সংকল্প এর ৩৬ তম বর্ষ ঝুলনোৎসব সংখ্যাটি তুলে দিয়ে। এছাড়াও টিফিন ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল। সংকল্প পত্রিকার সম্পাদকদ্বয় সুকুমার ভট্টাচার্য্য এবং শ্রীমতী দীপ্তি রায়চৌধুরী সহ আশ্রমবাসীগণের আতিথেয়তায় মুগ্ধ উপস্থিত সকল সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব। ঝুলন পূর্ণিমা উপলক্ষ্যে চার-পাঁচদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে মেলা, খেলা এবং সাধু ভান্ডারা প্রভৃতি অনুষ্ঠিত হয়। এছাড়াও শিবরাত্রি উপলক্ষ্যে অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়। জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে দুঃস্থদের বস্ত্র ও কম্বল বিতরন করা হয় বলে জানা যায়।