|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : উত্তর আধুনিক বাংলা কবিতা নিয়ে বর্ধমানে আন্তর্জাতিক আলোচনাচক্র। বাংলা কবিতার সেকাল একাল সর্বোপরি উত্তর আধুনিকতা নিয়ে বর্ধমানে একটি আন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত হল। আয়োজক অন্তর্মুখ গবেষণা পত্রিকা ও বর্ধমান রাজ কলেজের বাংলা বিভাগ। ২৭ আগস্ট বর্ধমান রাজ কলেজের আফতাব হাউসে এই অনুষ্ঠানটি হয়। অন্তর্মুখ গবেষণা পত্রিকার সম্পাদিকা শম্পা সামন্ত বাগ সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন। সভাপতিত্ব করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। অন্তর্মুখ গবেষণা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত ড. খোকন কুমার বাগ যে কাজ শুরু করে গিয়েছিলেন তার পরিপূর্ণতা দিতে তাঁর সহধর্মিনী শম্পা সামন্ত বাগ অগ্রণী ভূমিকা পালন করায় অনুষ্ঠানের আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হন। বাংলা কবিতার উত্তর আধুনিকতার যাঁরা জনক ছিলেন তাঁরা হলেন মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে ওপার বাংলার শামসুর রহমান প্রমুখদের নাম উল্লেখযোগ্য বলে আলোচকদের অভিমত। উত্তর আধুনিকতার প্রবেশ ঘটাতে গিয়ে আমেরিকার উত্তর আধুনিকতার প্রভাব যেন বাংলা কবিতায় না পড়ে সে ব্যাপারে আলোচকরা সতর্ক করেন। আন্তর্জাতিক আলোচনা চক্রের বক্তা ছিলেন বাংলাদেশের বাংলা অ্যাকাডেমির পরিচালক ড. মোহাম্মদ সাহাদাত হোসেন নিপু, সতীনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ মাইতি, বিশিষ্ট কবিতা জিরো বাউন্ডারি কবিতা গবেষক, সহ অধ্যক্ষ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ড. আফজল আলি, বর্ধমান রাজ কলেজের বাংলা বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট ধনঞ্জয় ঘোষাল, ড. লায়েক আলী খান প্রমুখ। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৩০ জন গবেষক তাঁদের গবেষণা পত্র জমা করেন। এই আলোচনা চক্রে এঁদের মধ্য থেকে ১৬ জন গবেষক তাঁদের নির্দিষ্ট বিষয়ের ওপর গবেষণাপত্র পাঠ করেন। এই অনুষ্ঠানে ড. খোকন কুমার বাগ বিষয়ক বিশেষ সংখ্যা ও সমাজ ও শিক্ষা ভারতীয় প্রেক্ষিত বিষয়ক ত্রৈমাসিক যুগ্ম সংখ্যা প্রকাশিত হয়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশিষ্ট কবি ও অধ্যাপক জাহির আব্বাস বলেন, এই আন্তর্জাতিক আলোচনা চক্রটি যথার্থ ভাবে সাফল্য পেয়েছে। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক শম্পা সামন্ত বাগ।