|
---|
নিজস্ব সংবাদদাতা : কাঁকিনাড়ায় ফের শ্যুট আউট । মিল শ্রমিককে তুলে নিয়ে গিয়ে পায়ে গুলি চালাল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, দুষ্কৃতীরা ওই যুবককে তুলে নিয়ে গিয়ে তাঁকে প্রাণে মারার চেষ্টা করে। কিন্তু কোনওক্রমে ওই যুবক বেঁচে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম বিকাশ বেহরা। বছর ছাব্বিশের ওই যুবক কাঁকিনাড়া (Kakinara) জুট মিলে মেকানিকের কাজ করেন। তাঁর বাবাও ওই জুটমিলের শ্রমিক। আহত ওই যুবকের আত্মীয়রা জানিয়েছেন, তাঁরা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ, সোমবার দুপুরে কয়েকজন দুষ্কৃতী বিকাশকে অপহরণ করে ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে যায়। তাঁর দুটি পায়ে গুলি করে। এতে মারাত্মক ভাবে জখম হয় ওই যুবক। তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় ওই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। তবে কী কারণে ওই দুষ্কৃতীরা ওই যুবককে মারতে চেয়েছিল সেবিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুবকের দিদি জানিয়েছেন, কয়েকদিন আগে পাড়ার দুষ্কৃতীদের সঙ্গে ভাইয়ের ঝামেলা হয়েছিল। তার জেরে ভাইয়ের উপর এদিন হামলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভাটপাড়ায় চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।