|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : “চক্ষুদান মহৎ দান” এই বার্তা নিয়ে এগিয়ে চলেছে মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চ। সারা বছর বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন কুসংস্কার বিরোধী কর্মকান্ডের পাশাপাশি এই মরণোত্তর চক্ষুদান ও দেহদান আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চ ইতোমধ্যে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ৭০ জোড়া কর্নিয়া সংগৃহীত হয়েছে। গোবরডাঙ্গার অধিবাসী সুধারানী দত্তের চক্ষুদানের মধ্য দিয়ে এই চক্ষুদান আন্দোলনের শুভ সূচনা হয়। ৭০তম চক্ষু দাত্রী হলেন পূর্ণিমা সাধু (মসলন্দপুর, তিন আমতলা)।
জনগণের মধ্যে মরণোত্তর চক্ষুদানের গুরুত্ব বৃদ্ধির জন্য মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চের পক্ষ থেকে পালিত হচ্ছে চক্ষুদানপক্ষ। ২৫ আগস্ট এর শুভ সূচনা হয়েছে । সচেতনতা বৃদ্ধির এই অভিযান ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। অভিযান চলবে 8সেপ্টেম্বর পর্যন্ত।