পাহাড়ে ৩ টি আসন বাদ দিয়ে ২৯১ আসনের প্রার্থী ঘোষনা মমতা ব্যানার্জির, থাকছেন ৪২ জন মুসলিম প্রার্থী

নতুন গতি, ওয়েব ডেস্ক : শুক্রবার দুপুরে পাহাড়ে ৩ টি আসন বাদ দিয়ে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আগেই জানিয়েছিলেন তিনি আর মঙ্গলকোট থেকে ভোটে লড়তে চান না কারণ তার সঙ্গে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিবাদ অনেকদিনের। তাই একুশের বিধানসভা নির্বাচনে অন্যত্র প্রার্থী হওয়ার প্রস্তাব রাখেন। সেই মত এদিন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী হলেন সিদ্দিকুল্লা চৌধুরী।

     

    বসিরহাটের প্রাক্তন সাংসদ ইদ্রিস আলী উপনির্বাচনে উলুবেড়িয়া পূর্ব থেকে বিধায়ক হন। এবার মুর্শিদাবাদের ভগবান গোলায় তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছেন।

     

     

     

    দেগঙ্গা রহিমা মন্ডল, হাড়োয়া হাজী নুরুল, বাদুড়িয়া কাজী আব্দুর রহিম, বসিরহাট উত্তর রফিকুল ইসলাম, আমডাঙ্গা মোর্তজা হোসেন, ভাঙড়ে ডাঃ রেজাউল করিম সহ প্রায় ৪২ জন মুসলিম প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৮০ টির অধিক মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জির প্রতি মুসলিম তোষণের তকমা দিলেও শেষমেষ ১৪ শতাংশের মতো মুসলিম প্রার্থী। এযেন মুখে মুসলিম প্রীতি থাকলেও অন্তরে ভিন্ন ভাব বলছে নেটিজেনদের একাংশ।