|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম;- বাংলা সংস্কৃতি মঞ্চের সহযোগিতায় এবং কনকপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে রবিবার বীরভূমের মুরারই দু নম্বর ব্লকের কনকপুর গ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষধ প্রদান শিবির অনুষ্ঠিত হয়।এদিন শিবিরে প্রায় ২৫০ জনের চক্ষু পরীক্ষা করানো ও ওষুধ দেওয়া হয়।
প্রয়োজন অনুযায়ী চিহ্নিত ব্যক্তিদের চোখের অপারেশনের ও ব্যবস্থা করিয়ে দেওয়া হবে বলে উদ্যোক্তাদের মধ্যে জানান। শিবিরে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সভাপতি রাজকুমার ফুলমালী , বিজ্ঞানী ডঃ মুনকির হোসেন, সেখ হোসেন আলী,মহম্মদ রিপন, রকি মিঞা,আলী হোসেন প্রমুখ।
উল্লেখ্য শিবিরে চিকিৎসক হিসেবে ছিলেন রামপুরহাটের চক্ষু চিকিৎসক সৌরভ দাস ও মুরারই হসপিটালের চক্ষু চিকিৎসক আজিজুল হক।