মালদায় এক বেসরকারী লজের কমিউনিটি হলে মহিলাদের নিজস্ব উদ্যোগে এক অভিনব মেলা

মালদা: শনিবার মালদা শহরের দুর্গাবাড়ি এলাকার এক বেসরকারী লজের কমিউনিটি হলে মহিলাদের নিজস্ব উদ্যোগে দিনরাত এক অভিনব মেলার আয়োজন করা হয়। এই মেলার উদ্যোগতা রয়েছে স্বয়ংসম্পূর্না নামে মহিলা পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংস্থা।

    এই মেলায় আচার, কেক , পোশাক, খেলনা, প্রশাধন সামগ্রী সহ রকমারি ১৯ টি স্টল রয়েছে। এখানে যেমন ছিল স্টল তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। গান আবৃত্তি, নাটক সচেতনতামূলক ভাষন পরিবেশিত হয়। এই মেলায় মহিলাদেরকে সচেতন করতে উপস্থিত ছিলেন কয়েকজন চিকিৎসক। এই অনুষ্ঠান চলে দুপুর থেকে রাত অবধি।

    রাজ্য সরকার যখন এইধরনের মেলার আয়োজন করছে তখন পাশাপাশি নিজস্ব উদ্যোগে মহিলাদের অভিনব মেলার আয়োজন নতুন মাত্রাযোগদান করল। এই মেলা ঘিরে মহিলা উদ্যোগতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন উত্তরবঙ্গে কর্মসূচি থেকে ফিরে সন্ধ্যায় মেলায় উপস্থিত থাকবেন।

    কর্মসংস্থান ও স্বনির্ভরতার মাধ্যমে একাধিক বার্তা দিয়ে মহিলাদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর অম্লান ভাদুড়ি এই মেলার উদ্বোধন করেন। এখানে ছিল নিজের উদ্যোগে তৈরি কেক, আচার,সেলাই মেশিনের তৈরি পোশাক সহ রকমারি স্টল। মেলার আহ্বায়ক খালেদা রহমান বলেন , আমরা করোনা আবহে মহিলা ও মানুষের দুর্দশার কথা স্মরন করে মহিলাদের নিয়ে wtsaap group করে এক মঞ্চে এসেছি। জেলা সহ রাজ্যের শতাধিক সদস্য যুক্ত হয়েছেন। সকলেই কলেজ পড়ুয়া ও গৃহবধু। দুস্থদের পাশে দাঁড়ানো ও স্বনির্ভর করে নিজের পায়ে দাঁড়ানোই লক্ষ্য। ক্রমশ এই উদ্যোগের সাফল্য মিলছে। নিজেরা বাৎসরিক উদ্যোগের অঙ্গ হিসেবে একদিনের মেলার আয়োজন । মেলায় মহিলা চিকিৎসক পর্নাশা গুপ্ত রায় মহিলাদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক ও ড: এন আর সাহা গাইনো চিকিৎসক স্বাস্থ্য বিধান নিয়ে বিভিন্ন টিপসে সচেতন করছেন মেলায়। নতুন মেয়ে, তরুণী থেকে অনেক উঠতি মেয়ে নিজেরা যেমন সামগ্রী তৈরি করছেন। মেলা প্রদর্শনীতে বিক্রির আয়োজন করেছেন। করে নিজের পায়ে দাড়াতে পারবে। এই উদ্যোগের সার্বিক বাস্তবায়নে পরিবার সমাজ পরিবর্তন হবে । ঘরের গণ্ডি ছেড়ে সাময়িক এই অনুষ্ঠানে মায়েরাও অংশগ্রহণ করে নজির গড়ছে।