|
---|
জলপাইগুড়ি: রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ না হওয়ায় রেশন পেতে হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের । জলপাইগুড়ি শহরের নেতাজী পাড়া পরেশ মিত্র কলোনি এলাকার এক বাসিন্দা শংকর পন্ডিত ফিঙ্গার প্রিন্ট সঠিকভাবে মিলছে না বলে অভিযোগ করেন তিনি । সে কারণে রেশনও পাচ্ছেন না । দুয়ারে রেশনে চরম হয়রানির শিকার হতে হচ্ছে । একই সঙ্গে দুয়ারে রেশন কর্মসূচিতেও অনেকেই রেশন পাচ্ছেন না বলে অভিযোগ । কবে কখন কোথায় রেশন দেওয়া হচ্ছে তা জানতে পারছেন না অনেকেই । ফলে রেশন পেতে হয়রান হতে হচ্ছে জানিয়েছেন তারা । এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি তুলেছেন ভুক্তভোগীরা।
এ প্রসঙ্গে রেশন ডিলার রায় জানান মেশিনে ফিঙ্গারপ্রিন্ট যদি শো করে মেশিনে লিঙ্ক পাওয়া গেলেই রেশন দেয়া হবে না হলে অফিসে যোগাযোগ।