উদ্যেশ্যপ্রণোদিত ভাবে প্রচারিত ভুয়ো খবরের সত্যতা নাকচ করল “সৌদি গেজেট”

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর: বিগত কয়েকদিন ধরে ” মদিনায় 6 বছরের শিয়া শিশুকে হত্যা করল সুন্নি এক ব্যক্তি” এই রকম শিরোনামে নামে একটি নিউজ ভাইরাল হতে দেখা যাচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে একটি 6 বছরের শিশুকে নিয়ে এক মহিলা মদিনা এসেছিলেন । আর শিশুটি তার মায়ের সঙ্গে দুরুদ পাঠ করছিল । এর জন্য মদিনার এক ব্যক্তি শিশুটিকে শিয়া ভেবে হত্যা করে বসে তার মায়ের সামনেই!

    অথচ এ নিউজটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
    সৌদি আরবের “Saudi Gazette” নামক পত্রিকাতে এ বিষয়ে সত্যতা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে ছেলেটির মা জেদ্দায় কাজ করতো , ছেলেটি কে সঙ্গে নিয়ে মদিনায় এসেছিল হজ করার উদ্দেশ্যে। আব্দুল আজিজ রোডে একটি কফি হোটেলে তার ছেলের জন্য খাবারের অর্ডার দিয়েছিল। খাবার আনতে ছেলেটির মা হোটেলে যায়, ছেলেটি হোটেলের বাইরে ছিল। সে সময় ব্যক্তি ছেলেটির উপর কাঁচের টুকরো নিয়ে আক্রমণ করে । ঘটনাটি তার মায়ের সামনেই ঘটে ।খুনি ব্যক্তিকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে । যে ব্যাক্তি ঘটনা ঘটিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এবং অনেক দিন সেই হাসপাতালে ভর্তি ছিল। পুলিশ তদন্ত করছে ওই ব্যক্তি পুরোপুরি সুস্থ না হওয়ার আগে কেন হাসপাতাল কর্তৃপক্ষ ছাড় দিয়েছে?

    অথচ ভারত উপমহাদেশে খবরটি ছড়াচ্ছে শিয়া সুন্নির নাম দিয়ে।
    আর এভাবেই সৌদি আরবকে বিশ্ব মুসলিমদের কাছে কলঙ্কিত করে তুলছে একশ্রেণীর মানুষ।