|
---|
মালদা, ২৬ জুন: জমির মধ্যে গরু বাধাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল বিবাদ। আর সেই বিবাদ গড়ালো সংঘর্ষে। আর তারই জেরে হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছে একই পরিবারের পাঁচজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আদিনা এলাকায়। গুরুতর জখম অবস্থায় আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিন এলাকায় বাহাদুর ঘোষের জমিতে সঞ্জীত ঘোষ গরু বেঁধে রাখে । এনিয়ে প্রতিবাদ করতে যায় বাহাদুর ঘোষের পরিবারের লোকেরা। এরপরই বিবাদ শুরু হয় । আর সেই বিবাদ থেকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সঞ্জীত ঘোষের পরিবারের হাতে আক্রান্ত হয় বাহাদুর ঘোষ সহ পরিবারের পাঁচজন।
আহতদের নাম বাহাদুর ঘোষ (৪৮), রাজা ঘোষ (৩৪), লিপি ঘোষ (২৮), রিনা ঘোষ(২২) এবং টুনি ঘোষ (২৪)।
আক্রান্ত বাহাদুর ঘোষ পুরো বিষয়টি নিয়ে গাজোল থানায় অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।