|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
মঙ্গলবার পূর্ব বর্ধমানের রায়ান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মাঙ্গলিক। এবারের রায়ান উচ্চ বিদ্যালয় থেকে ৫১ জন ছাত্রী ও ৩৯ জন ছাত্র পরীক্ষা দিচ্ছে। অনুষ্ঠানে মঙ্গল শঙ্খ বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষক ও শিক্ষকমন্ডলী তারা ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানানন্দ বন্দ্যোপাধ্যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চট্টোপাধ্যায় ও বিশিষ্ট সমাজসেবী সুখেন্দু কোনার, রামপ্রসাদ ঘোষ। বিদ্যালয়ে প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।