|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : করোনা মহামারির মুহূর্তে যখন মানুষ গৃহবন্দি আর সেই মুহূর্ত থেকে আশা কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের কল্যাণে বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন । এতে বেশ কিছু আশা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন,তার পরেও অদম্য জেদ-মানবিক নজির গড়েছিল । মানুষের পরিষেবা দিতে তারা বদ্ধ পরিকর ছিল । গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী ব্লকের আশা কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক সারলেন ও কুলতলী জয়নগর রুরাল হাসপাতাল পেক্ষাগৃহে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আশা কর্মীদের হাতে মেডেল সহ মানপত্র তুলে দিলেন । এই মুহূর্তের অনুষ্ঠানে আশা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্তমানে কোভিডের মধ্য দিয়ে প্রতিনিয়ত আশা কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, যেভাবে সাধারণ মানুষের সেবা করেছেন এতেই নিজেরা আক্রান্ত হয়েছেন । তাতেও দমেনি উদ্যম। মুখ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সম্পাদক জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দক্ষিণ চব্বিশ পরগনা ডক্টর সোমনাথ মুখোপাধ্যায় , জেলাশাসক কার্যকরী সভাপতি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দক্ষিণ চব্বিশ পরগনা ডক্টর পি উলাগানাথন তাঁনাদের স্বাক্ষরিত শংসাপত্র আশা কর্মীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন । এতেই উজ্জীবিত আশা কর্মীরা।