|
---|
বীরভূম: রামপুরহাট কাণ্ডে এবার ২১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
গতকালের মতো আজও সিবিআই দল কেন্দ্রীয় ফরেনসিক দলের সঙ্গে ঘটনাস্থলে যান। নমুনা সংগ্রহ করেন এবং পুলিশের সঙ্গে দেখা করেন জরুরি নথিপত্রের জন্য।
এদিকে, এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃত আনারুল হোসেন-সহ ১১ জন। আগামী ৬ এপ্রিল পর্যন্ত ধৃতদের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত। যদিও ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন সিবিআইকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিন্তু তিনি দাবি করেছেন যে তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।