|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: আগুনে ভস্মীভূত মুদি খানার দোকান। চার লক্ষের বেশী টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী মুদি ব্যবসায়ীর। শর্ট শার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল হসপিটাল মোড় এলাকায়।
এদিন সকাল ০৫:৩০ টা নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দমকল কে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সম্পূর্ন ভাবে ভস্মীভূত হয়ে যায় দোকানটি।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক খোকন ত্রিবেদী জানান, চার লক্ষাধিক টাকার বেশী জিনিস ছিল দোকানের মধ্যে। সমস্তটাই পুড়ে ছাই হয়ে গেছে। সেই দোকানের পাশাপাশি আরোও সারি সারি দোকান রয়েছে। সৌভাগ্যক্রমে আগুন ছড়িয়ে পরার আগেই নিয়ন্ত্রনে আনেন দমকল বাহিনী। এদিন বড় দুর্ঘটনা থেকে রক্ষায় পায় পার্শ্ববর্তী দোকানগুলি।