|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : আজ ১২ মার্চ ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। প্রথম দিন বাংলা পরীক্ষার প্রশ্নপত্র এসেছিল ভালো, পরীক্ষার পর পরীক্ষার্থীদের হাসিমুখে কথা বলতে দেখা যায় হলের বাইরে অপেক্ষমাণ অভিভাবক সহ বন্ধুদের সাথে। পরীক্ষার্থী অনন্যা রায় তার পিতা অচিন্ত্য রায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখে সেই কথা শোনালো, অপরদিকে রেহেনুমা,রজেদা,জয়া, পিঙ্কি খাতুনের মতো পরীক্ষার্থীরা ও একত্রে দাঁড়িয়ে হাসিমুখে ভালো পরীক্ষার কথা শোনায়। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করে পোস্টার দেয়। সেই সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার পক্ষ থেকে সহায়তা কেন্দ্র ও জলসত্রের ব্যাবস্থা করা হয়। পুলিশ, সিভিক সহ প্রশাসনিক নজরদারি ছিল চোখে পড়ার মতো।নাকড়াকোন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেন্টারের আওতায় খয়রাশোল ব্লকের লোকপুর, বড়রা ও পেরুয়া গোপালপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৪৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে বলে বিদ্যালয় সূত্রে খবর।