ভিন রাজ্যে কাজে গিয়ে ‘গ্যাস চেম্বারে’ আটকে মৃত্যু বাঙালি ৫ যুবকের

নিজস্ব সংবাদদাতা : ভিন রাজ্যে কাজে গিয়ে ‘গ্যাস চেম্বারে’ আটকে মৃত্যু বাঙালি ৫ যুবকের। মাছের চেম্বারের বিষাক্ত গ্যাসে মৃত্যু হল দেগঙ্গার তরতাজা ৫ যুবকের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    জানা গিয়েছে, দেগঙ্গার ৭ যুবক কর্নাটকে কাজ করতে গিয়েছিলেন। কর্নাটকের একটি মাছের কারখানায় কাজ করতেন তাঁরা। সেখানেই মাছের চেম্বার পরিষ্কার করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। রবিবার সন্ধ্যায় কারখানার একটি মাছের চেম্বার পরিষ্কার করতে প্রথমে এক যুবক নামেন। তিনি ফিরছেন না দেখে, পর পর ৭ জন ওই চেম্বারে ঢোকে। প্রত্যেকেই বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে যায়। সবাইকে এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন।গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহত ২ যুবক ভর্তি হাসপাতালে। জানা গিয়েছে, সবারই বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্য়ে। মৃত যুবকদের নাম ওমর ফারুক, মহম্মদ নিজামুদ্দিন, সামিউল ইসলাম, সরাফত আলি, মিরাজুল ইসলাম। আহত একজনের নাম মহম্মদ কারিবুল্লা। সবারই বাড়ি দেগঙ্গা ব্লকের বিভিন্ন এলাকায়। দোগাছিয়া, ফাজিলপুর,আমুলিয়া এলাকার বাসিন্দা প্রত্যেকে। মৃত্যুর দুঃসংবাদ পাওয়ার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন মৃত পরিবারের সদস্যরা।