|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের রায়বেরেলিতে দলিত নাবালকের উপর নির্যাতন কয়েকজন উচ্চবর্ণের যুবকের। এই ভিডিও ভাইরাল হওয়ায় নিন্দার ঝড় ওঠে গোটা নেট দুনিয়ায়।।
ভিডিওটিতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন যুবক নাবালককে ঘিরে দাঁড়িয়ে। মাটিতে কান ধরে বসে ভয় কাঁপছে নির্যাতিত নাবালক। সে ভয় পাচ্ছে দেখে ওই যুবকেরা হাসছে। এরপর মোটরসাইকেলে বসে থাকা এক অভিযুক্তের পা চাটতে বলা হয় দলিত নাবালককে, শারীরিক নির্যাতন থেকে বাঁচতে সে তাই করে।
স্থানীয়দের বক্তব্য, ওই দলিত নাবালকের উপর যারা অত্যাতার চালায়, তাদেরই একজনের পারিবারিক জমিতে মুজরের কাজ করে ওই কিশোরের মা। এদিন মা’র তরফে পারিশ্রমিক চাইতে এসেছিল সে। সেই ‘অপরাধে’ই তার উপর অত্যাচার চালানো হয়।
এক পুলিশ অধিকারিক বলেন “নির্যাতিত ছাত্র থানায় অভিযোগ জানিয়েছিল। এর পরেই যারা তাকে লাঞ্ছিত করে তাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে।”