|
---|
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণে বাগডোগরা বিমানবন্দরে আপাতত বিমান চলাচল স্থগিত রয়েছে। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে মাত্র দুটি বিমান অবতরণ করে, এর পরেই পরিস্থিতির অবনতি ঘটলে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয় বাগডোগরা বিমানবন্দরে। রানওয়েতে অ্যাপ্রচ লাইট কাজ করছে না, এছাড়া ল্যান্ডিং সিস্টেম বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না পরিস্থিতি উন্নত হচ্ছে, বিমান পরিষেবা চালু করা সম্ভব নয়। আগামী কাল যদি পরিস্থিতির উন্নতি না হয় এক্ষেত্রে বিমান পরিষেবা বন্ধ থাকবে। রীতিমতো বিপাকে পড়েছেন বিমানযাত্রীরা।