|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: অতিমারির সময় থেকে শুরু করে সারা বছরই কোনো না কোনো সামাজিক এবং মানবতার সেবায় কাজে সদাব্যস্ত এই স্বেচ্ছাসেবি সংগঠন I
সংগঠনের পক্ষে বিশাল খেরে বলেন,বিগত কয়েকবছর ধরে “পাশে আছি নির্ভয়ে” স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের সৌজন্যে, মানুষের স্বার্থে কাজ করে চলেছে।
সম্প্রীতি আজ সংস্থার তিন বছর পূরণ হওয়ার আনন্দে আমরা পাশে আছি নির্ভয়ের কিছু জন সদস্য মিলে ডায়মন্ড হারবার এর বিভিন্ন ইটভাটাতে প্রায় চারশত জন অসহায় দুঃস্থ মানুষের হাতে নতুন জামা কাপড় ও কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়। সঙ্গে উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিশিষ্ঠ জনেরা।
উপস্থিত অতিথিদের স্বল্প কিন্তু মূল্যবান বক্তব্যের পর মুল অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে তিনি আরও বলেন, আজকের এই অনুষ্ঠান সেই সব মানুষদের জন্যেই সম্ভব হয়েছে, যারা নিজেরা মন উজার করে আমাদের সংস্থাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।’ সকলস্তরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতেও সঙ্গে থাকার আবেদন জানিয়েছেন I