|
---|
ফারুক আহমেদ : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আজ বেলা একটার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখা ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সদস্যারা কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায়। প্রথমে প্রশাসনিক ভবনে মিছিল করে পরিক্রমার পর জমায়েত হয় প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারে। সেখানে বক্তব্য রাখেন ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক নন্দকুমার ঘোষ, সম্পাদক অধ্যাপক সুজয়কুমার মন্ডল, সহ-সভাপতি অধ্যাপিকা তপতী চক্রবর্তী ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ইয়াসিন জামান ও ধীমান ভট্টাচার্য। ওয়েবকুপা রাজ্য সভানেত্রী অধ্যাপিকা কৃষ্ণকলির বসুর নেতৃত্বে এই কর্মসূচি সারা রাজ্যের প্রায় সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পালিত হয়। বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেসের ছাত্র-ছাত্রীরাও। এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে অধ্যাপক নন্দকুমার ঘোষ জানান, তৃণমূল সরকারের জনহিতকর প্রকল্পগুলি যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু আছে, সেই আদর্শ এবং সংকল্প নিয়ে মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশে গিয়েছে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের হয়ে নির্বাচনী প্রচারে। কিন্তু বিজেপি সরকারের জনবিরোধী নীতিগুলি মানুষ গ্রহণ করেনি এবং আগামী নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি সরকারকে মানুষ প্রত্যাখ্যান করবে, তাই হতাশায় তারা মমতা ব্যানার্জির ওপর বিক্ষোভ ও হামলা চালায়। এছাড়া সংগঠনের সম্পাদক অধ্যাপক সুজয়কুমার মন্ডল বলেন, বিজেপি ক্যাডারদের মুখ্যমন্ত্রীর উপর এই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসলে মুখ্যমন্ত্রীর উপরে হামলার ঘটনায় তাদের দেউলিয়াপনায় প্রকাশিত হচ্ছে।