|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার উচ্চপদে কর্মরত বিশ্বময় ঘোষ গতকাল তার মায়ের বাৎসরিক পালন করেছিলেন।সেই বাৎসরিক করবার পাশাপাশি তিনি নিজে উদ্যোগ নিয়ে কিছু খাবার বিতরন করলেন শিলিগুড়ি হাসপাতালের অসহায় এবং দুস্থদের মধ্যে।তিনি এবং তার দিদি মিতালির উদ্যেগে এই খাবার পরিবেশন করা হল হাসপাতালের দুস্থদের মধ্যে।
বিশ্বময় ঘোষ জানালেন এই করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন তার পরিবারের জন্য প্রয়োজনীয় উপার্জন পযর্ন্ত করতে পারছেন না,তাই গতকাল মায়ের অনুষ্ঠানের মধ্যেই ঠিক করে ফেলেছিলাম আমি এই কাজটা করবো।আমার খুব ভালো লাগছে একদিনের জন্য হলেও কিছু মানুষের পেট ভরল।আমি চাইছিলাম যেটা সেটা করতে পেরে খুব আনন্দিত আমি জানালেন বিশ্বময় ঘোষ।হাসপাতালের মধ্যে খাবার বিতরন করে এক অন্য নজির সৃষ্টি করলেন বিশ্বময় ঘোষ এবং তার দিদি মিতিলি চাকলাদার।