শিলিগুড়িতে বাড়ছে পাউরুটির দাম

শিলিগুড়ি: শিলিগুড়িতে বাড়ছে পাউরুটির দাম।গত সাতদিনে পাউরুটির দাম পাউন্ড প্রতি সাত টাকা বেড়েছে।কেন এত দাম বাড়ছে পাউরুটির?

    জিঞ্জাসা করলে এক পাউরুটির দোকানের মালিক জানালেন লোকাল পাউরুটির ক্ষেত্রে যারা পাউরুটি তৈরী করে তারা আর কম বেতনে কাজ করতে চাইছেন না,আর বাইরের মানে কোম্পানীর পাউরুটির ক্ষেত্রে সব জিনিসের অতিরিক্ত মুল্যবৃদ্বি এবং জিনিসের দামকে দায়ী করা হয়েছে।পাড়ার যেকোন দোকানে হাফ পাউন্ড পাউরুটির দাম বেড়ে দাড়িয়েছে পনেরো টাকা থেকে আঠারো টাকা,আর এক পাউন্ডের ক্ষেত্রে নেওয়া হচ্ছে পয়ত্রিশ টাকা।সব জিনিসের দাম বেড়েছে,তাই পাশাপাশি দাম বেড়েছে পাউরুটির অকপট উত্তর দোকানদারদের।এক দোকানদার জানালেন মানুষ তো কিনছেন পাউরুটি,তবে এই মুল্যবৃদ্বি যে সাধারন মধ্যবিত্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে তা একপ্রকার হলফ করেই বলতে পারা যায়।

    দাম কি কমবে পাউরুটির?এক দোকানদার জানালেন কমবে তো না,উলটে আরো দাম বৃদ্বির আশঙ্কা থেকেই যাচ্ছে।তবে মধ্যবিত্যের সকালের খাবারে অপরিহার্য পাউরুটির হঠাৎ করে বেড়ে যাওয়াতে মুষ্কিলে পড়ে গেছে পুরো মধ্যবিত্য সম্প্রদায়ের মানুষ।